Logo

ক্যাম্পাস

নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিল বাকৃবি

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:০৮

নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিল বাকৃবি

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় হল কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবা জাহান। অনুষ্ঠানে হাউস টিউটরবৃন্দ, নবীন শিক্ষার্থী, হল প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগতদের রজনীগন্ধা ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল হক নবীনদের উদ্দেশে বলেন, ‘তোমরা সবাই তাপসী রাবেয়ার মতো জ্ঞানী ও মহীয়সী নারী হিসেবে নিজেদের গড়ে তুলবে।’ প্রভোস্ট অধ্যাপক ইসরাত জাহান শেলী বলেন, ‘তোমাদের হলে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব।’

উল্লেখ্য, বাকৃবিতে নবীনদের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আজ ১১ আগস্ট থেকে শুরু হবে।

  • জয় মন্ডল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর