Logo

ক্যাম্পাস

পর্দা নিয়ে কটূক্তি : মানববন্ধনে ছাত্রী সংস্থার সদস্যদের উপস্থিতির অভিযোগ ছাত্রদলের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:০৮

পর্দা নিয়ে কটূক্তি : মানববন্ধনে ছাত্রী সংস্থার সদস্যদের উপস্থিতির অভিযোগ ছাত্রদলের

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিনের বিরুদ্ধে পর্দা ও নারীদের নিয়ে কটূক্তির অভিযোগে করা মানববন্ধনে ছাত্রী সংস্থার সদস্যদের উপস্থিতির অভিযোগ তুলেছে শাখা ছাত্রদল। মানববন্ধনে আনা অভিযোগগুলোকে বিভ্রান্তিকর, অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা বলে দাবি করেছে ছাত্রদল।

রোববার (১০ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়।

‎বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান ও মুক্তচিন্তার ক্ষেত্র, এখানে ব্যক্তিগত আক্রমণ বা সংগঠিত বিভাজন সৃষ্টির চেষ্টাকে আমরা কঠোরভাবে নিন্দা জানাই। একজন ছাত্রের সাথে ঘটনাকে ভিন্নখাতে নিয়ে ধর্ম ও পর্দায় আনা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

‎এতে আরও বলা হয়, মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে একজনকে বলতে শোনা যায় এখানে ছাত্রী সংস্থার সদস্যরাও উপস্থিত আছেন। ছাত্রদলের বিপক্ষে যে কোনো সংগঠন, ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ আসলে ছাত্রদল সেটিকে আমলে নিয়ে তদন্ত করে। তবে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা তাদের পরিচয় গোপন করে ছাত্রদলের বিপক্ষে হীন উদ্দেশ্য পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে।

‎সাধারণ শিক্ষার্থী' শব্দবন্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে বলা হয়, এখানে পরিচয় বিকৃতি, বিভ্রান্তিকর প্রচারণা এবং একটি গোষ্ঠীর কর্মসূচি চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী সমাজকে বিভক্ত করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

‎এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নেতা-কর্মীদের সচেতন থাকতে আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সাথে সংগতিপূর্ণ আচরণ করা আবশ্যক। 

এতে আরও বলা হয়, নানান মত ও পথের সংগঠনগুলোর সাথে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানান নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এ ধরনের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সকল বিষয়ে বিনয়, পরিশীলিতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।

‎এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টায় ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কটূক্তির প্রতিবাদ ও প্রকাশ্যে ক্ষমার দাবিতে "সাধারণ শিক্ষার্থীর ব্যনারে" মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

সার্বিক বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ইসলামী বিধান, ধর্ম এবং নারীর ব্যাপারে আমি সদা শ্রদ্ধাশীল। ব্যাক্তি কমেন্ট ও ঢাবি ভিসি মহোদয়ের সমালোচনাকে ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা উদ্দেশ্যেপ্রণোদিত ও পরিকল্পিত। এ জাতীয় মব তৈরির চেষ্টা রাজনৈতিক এবং একটি গোষ্ঠীর প্রচরণা।

‎প্রসঙ্গত, শনিবার ( ৯ আগস্ট) শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের সঙ্গে শাখা ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সাক্ষাতের ছবি শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর