নারীদের পর্দা নিয়ে কটূক্তি, ক্ষমা চাইলেন জবি ছাত্রদলের সদস্য সচিব

জবি প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:১৭
আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১২:৫৭
---2025-08-11T121028-68998add323a9.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নারী সংস্থা পর্দা ও নারীদের নিয়ে কটূক্তির ঘটনায় ক্ষমা চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
রোববার (১০ আগস্ট) রোববার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, কলেবর না বাড়িয়ে সর্বাগ্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং বাংলাদেশের প্রতিটি মা-বোনের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করছি আমার কোন অনভিপ্রেত আচরণে কষ্ট পেয়ে থাকলে। কোন ভণিতা না করে দুঃখ প্রকাশ করার একটিই কারণ মা-বোন ধারণ ও ধারকের জায়গা আমার অস্তিত্বের আত্মপ্রকাশ। ধর্মপ্রাণ মুসলমানের প্রতিও দুঃখ প্রকাশ করছি। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে যিনি অশেষ রহমত ও মাগফিরাতের আশ্রয়। দুঃখ প্রকাশ করছি যার সাথে আমার তর্ক হয়েছে উনি আমার জন্যে সাথে সাথেই উদ্বিগ্ন হয়েছেন যা একজন মহান মুসলমানের কাজ।
দুটি কথা আমার চিন্তা ও অনুভূতি প্রকাশের জন্যে বলছি। যাদের অতটুকু পড়ার সময় নাই আপনারা জানুন আমি দুঃখ প্রকাশ করেছি।
ধর্ম-দর্শন ও চিন্তা অনুযায়ী যে যে মতাদর্শের অনুসারীই হই না কেনো। আমরা মানুষ। মাতৃত্ব ও নারী একটি শ্রদ্ধা এবং সম্মানের বিষয়। যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ হয়েছে, দেশমাতৃকার জন্যে ৩০ লক্ষ জীবন দিয়েছে। ইজ্জত দিয়েছে ২ লক্ষ মা-বোন। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মহান সুফিদের হাত ধরে, নিপীড়নের বিরুদ্ধে মানবতার বার্তা দিয়ে। যেখানে দেশমাতৃকার জন্যে জিয়াউর রহমান সব ছেড়ে যুদ্ধে গেছেন এবং দেশ চালিয়েছেন সততায়, সেটি আমি ধারণ করার চেষ্টা করি। আমার চিন্তার জগৎ তৈরির অসাধারণ অনুপ্রেরণা আপোষহীন মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার মা যিনি শৈশবে আমাকে প্রকৃতি ও সমাজের সাথে পরিচয় করিয়েছেন।
প্রত্যেকের ব্যক্তি-দর্শন আলাদা এটি আমি সব সময় বিশ্বাস করি। এ স্বাতন্ত্র্য আমি চরমভাবে স্বীকার করি।
স্মরণ করছি ২৪ এর শহিদ ভাই-বোনদের যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বপ্ন। এ আত্মত্যাগ আমার সামান্য ভুলে, অসচেতনতায় সামান্যও ধূলিসাৎ হোক, তা আমি চাই না। স্মরণ করছি জনাব তারেক রহমানের আত্মত্যাগকে যিনি ১৭/১৮ ঘণ্টা শ্রম দিয়ে একটি সুন্দর বাংলাদেশ চান। আমাদের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নাছির উদ্দিন নাছির ভাই যাদেরও অনেক প্রচেষ্টা একটি সুন্দর আগামীর ছাত্রদল গড়বার।
বিনীতভাবেই শ্রদ্ধা রেখে নিবেদন করছি, আমি চিন্তা ও আদর্শে বলিষ্ঠতায় বিশ্বাসী। মৃত্যুর মুখেও সত্যের মুখোমুখি হতে অভিপ্রায় ব্যক্ত করি ও বিশ্বাস করি। দীর্ঘ ১৬ সতেরো বছরে যে নিপীড়ন দেখেছি, সে জায়গা থেকে জাতিকে একটি অবাধ ও মুক্ত বাংলাদেশে কল্পনা করি। রাজনীতি হোক উন্মুক্ত এবং সৎ-সাহসের।
আবারও দুঃখ প্রকাশ করে মহান রাসুল (সা.) মধ্যপন্থি চিন্তাধারাকে ধারণ করে নিজেকে যেন সব সময় সংযতদের দলে পাই সেই আশাবাদ রেখে এগিয়ে যেতে চাই। নত হলে কেউ ছোট হয়ে যায় না, নিজের বিচার নিজে করলে অন্যের কাছে যাওয়া লাগে না।
এর আগে, রোববার বিকেল সাড়ে তিনটায় ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কটূক্তির প্রতিবাদ ও প্রকাশ্যে ক্ষমার দাবিতে "সাধারণ শিক্ষার্থীর ব্যানারে" মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এদিন মানববন্ধনে আনা অভিযোগ বিভ্রান্তিকর, অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা বলে দাবি করেন শাখার নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল শনিবার ( ৯ আগস্ট) শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের সঙ্গে শাখা ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সাক্ষাতের ছবি শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।
- জেএন/এমআই