Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৬:১৩

জবি শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী অবন্তিকা (ফাইরুজ সাদাফ) আত্মহত্যার প্ররোচনার মামলায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দিয়েছে পুলিশ। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সহপাঠী রায়হান সিদ্দিকীকে (আম্মান)।

গত বছরের ১৫ মার্চ কুমিল্লার নিজ বাসায় ফেসবুকে দেওয়া একটি পোস্টের পর অবন্তিকা আত্মহত্যা করেন। পরে তার মা তাহমিনা বেগম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

প্রায় দেড় বছর পর কুমিল্লার আদালতে রোববার পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তবে তদন্তে প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।

সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেয়ায় অবন্তিকার মা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘অবন্তিকা মৃত্যুর আগে ফেসবুক পোস্টে দ্বীন ইসলামকেই অভিযুক্ত করেছে। সে বড় সাক্ষী। তাহলে কেন দ্বীন ইসলাম বাদ পড়ল?’ তিনি আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান।

তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, দীর্ঘ তদন্তে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ ও অবন্তিকার মোবাইল ফোনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সব তথ্যের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অবন্তিকার মৃত্যুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়মুক্তির বিষয়ে তার মা সন্দিহান। তিনি বলেন, ‘জগন্নাথ প্রশাসন এখনও কাউকে শাস্তি দেয়নি, তারা আমাকে কোনো তথ্য দেয়নি।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর