Logo

ক্যাম্পাস

চাকসু গঠনতন্ত্র সংশোধনের দাবি চবি ছাত্রদলের

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:১৬

চাকসু গঠনতন্ত্র সংশোধনের দাবি চবি ছাত্রদলের

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের গঠনতন্ত্রে একাধিক সংশোধনের প্রস্তাব ও অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটি অভিযোগ করেছে, গঠনতন্ত্রে প্রশাসনের একপেশে সিদ্ধান্ত, নারীবিদ্বেষী ধারা এবং নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত রোডম্যাপের অনুপস্থিতি রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, গঠনতন্ত্রে চাকসুর সদস্যপদের যোগ্যতায় স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি এবং বয়সসীমা ৩০ বছর নির্ধারণ পূর্ব প্রতিশ্রুতির বিরোধী। এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের সদস্যপদ থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।

চাকসুর সভাপতির পদাধিকারের প্রসঙ্গে নোমান বলেন, ‘গঠনতন্ত্রে উপাচার্য স্বয়ংক্রিয়ভাবে সভাপতি হবেন, প্রয়োজনে উপ-উপাচার্য বা কোনো অধ্যাপককে মনোনীত করতে পারবেন। তবে এ দায়িত্ব অস্থায়ী নাকি পূর্ণকালীন— তা স্পষ্ট নয়। প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাই।’

গঠনতন্ত্রে দপ্তর সম্পাদক পদ কেবল পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের বিষয়টি ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে নোমান বলেন, ‘এটি নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নের পরিপন্থী। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে হবে।’

এছাড়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের কার্যপরিধিতে খাদ্য নিরাপত্তা যুক্ত করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি গঠনতন্ত্রে নির্বাচন কমিশন গঠন ও কার্যপরিধি সম্পর্কে স্পষ্ট ধারার অনুপস্থিতি নিয়েও সমালোচনা করেন।

লিখিত বক্তব্যে ৫ আগস্টের পর ক্যাম্পাসে মিল সিস্টেম চালু, নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, গুপ্ত হামলা ও প্রশাসনের নীরবতা, শ্রেণিকক্ষকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার এবং সামাজিক মাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ডসহ একাধিক ইস্যু উল্লেখ করা হয়।

প্রস্তাবগুলো গ্রহণ না করা হলে ছাত্রদল চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা— এমন প্রশ্নের জবাবে শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, ‘আমরা যৌক্তিক প্রস্তাব দিয়েছি। প্রশাসনের প্রতিক্রিয়া দেখে সিদ্ধান্ত নেবো।’

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর