Logo

ক্যাম্পাস

আল-আজহারে সেরা দশে তাহনীফ একাডেমীর দুই কো-ফাউন্ডার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪২

আল-আজহারে সেরা দশে তাহনীফ একাডেমীর দুই কো-ফাউন্ডার

হাবিবুল হাসান আজহারী ও আবদুল্লাহ আল ফারুক আজহারী | ছবি : সংগৃহীত

বিশ্বের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের দুই তরুণ আলেম হাবিবুল হাসান আজহারী ও আবদুল্লাহ আল ফারুক আজহারী। বিশ্ববিদ্যালয়টির সদ্যপ্রকাশিত ফাইনাল ইয়ারের ফলাফলে নিজ নিজ বিভাগে সেরা দশে স্থান করে নিয়েছেন তারা।

হাবিবুল হাসান আজহারী ‘কুরআনিক সাইন্স এন্ড তাফসীর’ বিভাগের সামগ্রিক মেধাতালিকায় ৯০ শতাংশ গড় পেয়ে ষষ্ঠ হয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তার অবস্থান চতুর্থ। আর আবদুল্লাহ আল ফারুক আজহারী ‘হিস্ট্রি এন্ড সিভিলাইজেশন’ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তিনি রয়েছেন দ্বিতীয় অবস্থানে।

হাবিবুল হাসান ও আবদুল্লাহ আল ফারুক উভয় রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহনীফ একাডেমীর কো-ফাউন্ডার।

নিজের ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিবুল হাসান বলেন, আমি এর জন্য মহান আল্লাহ তায়ালার প্রশংসা করছি। আমার সকল উস্তাদ ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের অক্লান্ত পরিশ্রম ও দোয়ায় আমি এতদূর আসতে পেরেছি। আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

আব্দুল্লাহ আল ফারুক বলেন, আমি যেই সময়ে আজহারে আসি তখন আজহারে আসাটা এতোটা সহজও ছিল না, অনেক হিসাব-নিকাশ করে আমার এখানে আসতে হয়। তারপরও আল্লাহর রহমতে আমি এই দীর্ঘ চার-পাঁচটা বছর এখানে থেকে নিজের সময়টা কাজে লাগিয়ে আজ যে এখানে পৌঁছতে পেরেছি, সে জন্য মহান রবের শুকরিয়া করার পাশাপাশি আমার পিতা মাতা, সকল উস্তাযসহ আমার জীবনের চলার পথে যাদের যতটুকুই অবদান আছে, আমি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি। 

উল্লেখ্য, হাবিবুল হাসান ২০২০ সালে জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে এবং আবদুল্লাহ আল ফারুক একই বছরে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে মুমতাজ গ্রেডে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তারা উভয়েই ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

  • বিএইচ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর