Logo

ক্যাম্পাস

বাকৃবিতে শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই কাজ উদ্বোধন

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৭

বাকৃবিতে শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই কাজ উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ জামাল হোসেন হল সম্প্রসারণ প্রকল্পের ছাদ ঢালাই বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উদ্বোধন করা হয়েছে। এটি ২৫০ আসনের টিনশেড হলে থেকে ১০ তলা বিশিষ্ট ১২শ আসনের আধুনিক আবাসিক হলে রূপান্তরিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আইকিউএসির পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক এবং শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, ‘নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বাকৃবির অন্যতম বড় হল। আশা করি ২০২৬-২৭ সালের মধ্যে কাজ শেষ হবে, যা ছাত্রদের আবাসন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন হলে থাকবে আধুনিক সকল সুযোগ-সুবিধা।’

জয় মণ্ডল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর