জবিতে ‘নারীর স্বাস্থ্য কথন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৫৭
---2025-08-14T205724-689df95544099.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তিন শতাধিক নারী শিক্ষার্থীদের নিয়ে 'নারীর স্বাস্থ্য কথন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মোনালিসার সৌজন্যে এ সেমিনারের আয়োজন করে শাখা বসুন্ধরা শুভ সংঘ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে মেনস্ট্রারাল হাইজিন এ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ-২০২৫ বিষয়ক সচেতনতামূলক আলোচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন বলেন, বসুন্ধরা শুভসংঘ এতো সুন্দর একটা আয়োজন করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের সমাজে নারীদের এই বিষয়গুলোকে এখনো অবজ্ঞা করা হয়। তেমন একটি জায়গা থেকে নারীদের জন্য এই আয়োজন প্রশংসার দাবিদার। আশা করি শুভসংঘ এমন শুভকাজে শিক্ষার্থীদের পাশে থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুমে ভেন্ডিং মেশিন স্থাপনের জন্যও দাবি জানান তিনি।
বসুন্ধরা গ্রুপ সেক্টর-সি এর হেড অব ইভেন্ট সানাউল শিকদার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।’
নারী শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বক্তব্য দেন- বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার কারিমুল আরাফাত। তিনি বলেন, ‘একজন রিক্রুয়েটরকে ফেসবুক তথ্য সরবরাহ করে। সুতরাং ফেসবুক পার্সোনাল কাজে ব্যবহার করার নয়। ফেসবুকে আবেগ প্রকাশ করার জায়গা নয়। আর আপনারা লিংকডইন ব্যবহারে সচেতন হন। নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করুন। এসময় তিনি মোনালিসা স্যানিটারি প্যাডের বিভিন্ন সুবিধার দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।’
সেমিনারে সভাপতির বক্তব্যে জবি বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, ‘শুভসংঘ সবসময় সমাজে ইতিবাচক পরিবর্তন ও সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই সেমিনারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্য জ্ঞান ও সঠিক তথ্য পাবে বলে আমরা বিশ্বাস করি। বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের কাজ করে যাচ্ছে। আমরা নারী শিক্ষার্থীদের নিয়ে আরো কাজ করতে চাই।’
সেমিনারে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া লিশা সঞ্চালনা করেন। এ সময় শাখা শুভসংঘের সদস্য নাইম, তৌফিক, তানভীর, মোহন, সুহাইল, সাকেরুল, তিশা, রাসেল, রিংকু, বুশরাত, রিফাত, সামিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
- জেএন/এমআই