Logo

ক্যাম্পাস

হঠাৎ অসুস্থতায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৩:৩৬

হঠাৎ অসুস্থতায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) মারা গেছেন। তিনি ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ও নাটোর জেলার বাসিন্দা ছিলেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহপাঠীরা জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমার সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি মারা যান।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বলেন, ‘আমাদের হলের এক শিক্ষার্থী মারা গেছে। আমি হাসপাতালে আছি। জুমার নামাজের পর মরদেহ ক্যাম্পাসে আনা হবে। কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।’

এমএমআই/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর