খালেদা জিয়ার জন্মদিনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করল জবি ছাত্রদল

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:৪২
---2025-08-15T213753-689f55599d13a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (১৫ আগষ্ট) আসর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। যা আমাদের পরবর্তী বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার হাত ধরেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। জনগণের কল্যাণে কাজ করতে পারেন। তার হাতে দেশ ও জাতি নিরাপদ। আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক বহুদিন।’
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা ছিলেন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি এবং শারীরিক সুস্থতা কামনা করছি।
দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল, গোলাম রাব্বানী, আহসান মিঠু, রাসেল মিয়া, ইমরান হাসানসহ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
- জেএন/এমআই