‘বাকশালের’ পতন দিবসে চবিতে জুলাইয়ের গণকবিতা পাঠ

চবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:৪৪

১৯৭২ সালে ‘শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েম’ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পতন দিবস উপলক্ষে জুলাইয়ের গণকবিতা পাঠ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা বিপ্লবী ছাত্র ঐক্য।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে এ কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র ঐক্যের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তাহসান হাবিব, আবৃত্তিকারসহ রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থী ও সংগঠনটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা পাঠ করা হয়। কবিতা পাঠ করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী আল হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিম মুশফিক, সুজন মিয়া, জুবায়েরসহ আরও অনেকে অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক তাহসান হাবিব তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের নেতা শেখ মুজিব নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু বাকশালি স্বৈরাচারী শেখ মুজিব নিয়ে আমাদের আপত্তি রয়েছে।
তিনি আরও বলেন, বাকশাল কায়েমের মাধ্যমে বাকশালী শেখ মুজিব মানুষের অধিকার হরণ করেছে। রক্ষীবাহিনী দিয়ে মানুষের মৌলিক অধিকার কুক্ষিগত করা হয়েছে।
আব্দুল্লাহ আল নাঈম/এমবি