Logo

ক্যাম্পাস

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৫:৩২

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর মনোনয়ন ফরম নিলেন ঢাবি শিক্ষার্থী

ছবি : বাংলাদেশের খবর

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। 

শনিবার (১৬ই আগস্ট) শনিবার দুপুরে হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষের রুম থেকে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ডাকসুর হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বড় মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে ডাকসুর ফর্ম নিয়েছি যা পরবর্তী কয়েক প্রজন্ম পরেও ডাকসুর স্মৃতি হয়ে থাকবে।’ 

তিনি বলেন, ‘ডাকসুর গুরুত্ব পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে জীবন্ত রাখতে আমি আমার দুই সন্তানকে নিয়ে ফর্ম তোলার সিদ্ধান্ত নেয়। আমি চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, যাতে আমার ছেলে মেয়ের প্রজন্মও বিনা বাঁধায় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে ডাকসু বন্ধ। জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে আমরা ডাকসু পেয়েছি এটা আমাদের কাছে স্বপ্নের মতো।

নির্ধারিত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। আমি হাজী মুহম্মদ মুহসীন হলের হল সংসদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।’

এমএমআই/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর