ঢাবি ট্যুরিস্ট সোসাইটির নেতৃত্বে অমিত-শুভ্রদেব

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৭:৩০

ছবি : বাংলাদেশের খবর
ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতির পদে নির্বাচিত হয়েছেন অমিত হাসান এবং সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন শুভ্রদেব বিশ্বাস।
শনিবার (১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইউটিএস'র উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ, ছাত্র উপদেষ্টা নাহিদুল আমিন জীম এবং মাজহারুল ইসলাম ভূঁইয়া।
নবনির্বাচিত সভাপতি অমিদ হাসান বলেন, ভ্রমণ আমাদের শুধু নতুন জায়গার সাথে পরিচয় করায় না, শেখায় নতুন অভিজ্ঞতা, ভিন্ন সংস্কৃতি ও দলগত জীবনের মূল্যবোধ। ডিইউটিএস সবসময়ই ‘Explore, Learn & Share’ মূলমন্ত্রে বিশ্বাস করে এসেছে। আমি আশা করি, সবার সহযোগিতায় এই সংগঠনকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাস বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য সামাজিক সচেতনতা ও সুস্থ ভ্রমণ পরিবেশ গড়ে তোলা জরুরি। আমাদের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিনব কর্মপদ্ধতির মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তর করাই হবে আমার নেতৃত্বের প্রধান অঙ্গীকার।
মুহাইমিনুল ইসলাম/এএ