ঢাবিতে শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ২০:২২
-68a09439beb14.jpg)
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিদের ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুতা নিক্ষেপ করেছে একদল বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১৬ আগস্ট) রাজু ভাস্কর্যের পাশে ‘ঘৃণা চত্বরে’ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিরপুর থেকে আসা শরীফ ভূইয়া জানান, তারা বয়কট ও প্রতিহতের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ এবং বাকশালকে নরমালাইজ করা রোধ করতে চাইছে। তার বক্তব্য, ‘শেখ মুজিবকে নরমালাইজ করা মানে আওয়ামী লীগকে নরমালাইজ করা। আর আওয়ামী লীগকে নরমালাইজ করা মানে ভারতের আধিপত্যবাদকে নরমালাইজ করা।’
তোফায়েল নামের এক শিক্ষার্থী বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর তার ফ্যাসিবাদ কায়েম করেছে। কিছু কালচার ফ্যাসিস্ট পুনরায় মুজিববাদ কায়েম করতে চাইলে আমরা তীব্র প্রতিবাদ জানাব। সব ধরনের কালচারাল ফ্যাসিস্টদের আমরা বয়কট করছি।’
এই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার ও মেহের আফরোজ শাওন প্রমুখ।
কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধরা ছবি ও ব্যক্তিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে জনসমক্ষে প্রতিবাদ প্রকাশ করেছে।
এমএমআই/এমএইচএস