-68a09931444b3.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গাঁজা খাওয়া অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে।
আটক শিক্ষার্থীরা হলেন— যোগাযোগ বৈকল্য বিভাগের আরিফ ফয়সাল, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের মো. সোহেল রানা, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টের মো. রুহুল আমীন এবং প্রিন্ট মেকিং বিভাগের ইয়ালিন বিন সাদ। এদের মধ্যে দুজন কবি জসিম উদ্দিন হলের, একজন সলিমুল্লাহ মুসলিম হলের এবং একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের ছোট ভাই ও হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকে প্রক্টর অফিসে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে বিষয়টি অস্বীকার করেছেন সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী জানান, শিক্ষার্থীরা তাদের উপর আরোপিত অভিযোগ স্বীকার করেছে। এবারের জন্য মুচলেকা নিয়ে তাদের ছাড়া হয়েছে। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী, তাই প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে তাদের পরিবারকে বিষয়টি জানানো হবে।
এমএমআই/এমএইচএস