Logo

ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চবি ছাত্রশিবির

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ২১:২৭

নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চবি ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘নবীন সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ২০২৫’ আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। 

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. মো. আশিকুর রহমান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোহাইমিন, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও চবির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ফজলুল হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবহান।

নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রসঙ্গে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানোর পাশাপাশি আগামী জীবনের জন্য ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা প্রদানের জন্যই এই আয়োজন। আমরা চাই, শিক্ষার্থীরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করুক।’

অন্যদিকে চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও চবির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন রনি নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০০ শতাংশ আবাসনের মধ্যে মাত্র ২২ শতাংশ নিশ্চিত হয়েছে। অনেক শিক্ষার্থী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে পড়ছেন, কিন্তু প্রশাসন তাদের জন্য আর্থিক ব্যবস্থা করেনি।

তিনি বলেন, ‘ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে দাবি জানিয়েছিলাম, কিন্তু তারা তা না করে কটেজ মালিক সমিতি তৈরি করেছে, যা বাস্তবে চাঁদাবাজ মালিকদের সমিতি হিসেবে কার্যকর হচ্ছে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘এই রাষ্ট্র আমাদের অধিকার দিয়েছে, তা বোঝা ও ব্যবহার করা নতুন প্রজন্মের দায়িত্ব। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জোরপূর্বক মাদার পার্টির সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা, জন্মদিন ও ফেস্টুন-ব্যানারের রাজনীতি— তা বাতিল করতে হবে। আগামী দিনের রাজনীতি হবে ছাত্রবান্ধব ও মূল্যভিত্তিক।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর