স্বতন্ত্র ক্যাডারের দাবিতে ইবিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৩৪
-68a1be3d0f5ec.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা স্বতন্ত্র কোডে শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএ-এর মাধ্যমে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিবছর প্রায় দুই হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করছে। কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ নেই। অন্য বিভাগ থেকে নেওয়া ব্যক্তি মাত্র ৬-৭ মাসের প্রশিক্ষণে কাজ চালাচ্ছেন। এতে আমাদের ৬-৭ বছরের অধ্যয়নের মূল্য নষ্ট হচ্ছে।’
শিক্ষার্থীরা দুটি মূল দাবি উপস্থাপন করেছেন—
১. লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র গ্রুপ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা
২. কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এআরএস