Logo

ক্যাম্পাস

বেরোবিতে নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে : উপাচার্য

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫২

বেরোবিতে নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে : উপাচার্য

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেছেন, আমি ইউজিসির সদস্য তানজিম উদ্দিন স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন আগামী নভেম্বরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোবির শিক্ষার্থীদের আমরণ অনশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেই আবু সাঈদের হত্যার বিচার ও ছাত্র সংসদ নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলব। আশা করি স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের পরে আমরা প্রথম ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করব।’

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, ‘আমরা আর আশ্বাস চাই না। আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ চাই। এটি আমাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ নেই।’

অনশনরত শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে লিখেছেন, ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’ ইত্যাদি।

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ে দাবি পূরণে কার্যকর কোনো ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসেছেন।

গাজী আজম হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর