ইবির শিক্ষকবাহী বাসের সঙ্গে রূপসা বাসের সংঘর্ষে ৬ শিক্ষক আহত

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫৮
-68a1c3d614f3b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী বাস রোববার (১৭ আগস্ট) শহর থেকে ক্যাম্পাস ফেরার পথে রূপসা বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অন্তত ৬ জন শিক্ষকসহ বাসের চালক আহত হয়েছেন। গুরুতর আহত চালক ও একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া শহর থেকে সকাল ১০টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা শিক্ষকদের বাসটি ১১ মাইল এলাকায় একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় বিপরীতমুখী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ড্রাইভার ভিতরে চাপা পড়লে উপস্থিত ছাত্ররা দড়ি দিয়ে তাকে বাস থেকে বের করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘ড্রাইভার নজরুলকে এক্স-রে করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আল-হাদিস বিভাগের শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা তেমন আহত হননি।’
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে এবং রূপসা বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করবে।
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এআরএস