Logo

ক্যাম্পাস

চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৫:২৮

চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি- (বিইউএফটি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ‘বিইউএফটি মান ২০২৫’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা। 

রবিবার (১৭ আগস্ট) পুরস্কার ঘোষণা করা হয়। তিনদিন ব্যাপী সম্মেলনটি ১৪-১৬ আগস্ট ঢাকাস্থ বিইউএফটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্য অংশ নেন।

সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে- (ইউএনএইচআরসি) ‘স্পেশাল মেনশন ২’ পুরস্কার অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার। একইসাথে ইসলামি সহযোগিতা সংস্থায়- (ওআইসি) ‘স্পেশাল মেনশন ৩’ পুরস্কার অর্জন করেন একই বিভাগের শিক্ষার্থী রুবাইয়া সাথী এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শিহাব আহম্মেদ আশিক।

এছাড়া ও পদার্থবিজ্ঞান বিভাগের সায়েদা সাবরিনা আলম পান ‘অনারেবল মেনশন’ এবং অর্থনীতি বিভাগের সাবিকুন নাহার নাসফি অর্জন করেন ‘ভার্বাল মেনশন’ পুরস্কার। অন্যদিকে, ফাদিয়া মোশাররাত আদ্রিতা প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সর্বদলীয় সভা-তে এবং তুনি আননিয়া দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক প্রেস এ। 

এ সম্মেলনে কুবির দুই শিক্ষার্থী এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ইমতিয়াজ আহমেদ চিন্ময় দায়িত্ব পালন করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের পরিচালক হিসেবে এবং আনিকা তাবাসসুম সাদিয়া দায়িত্ব পালন করেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পরিচালক হিসেবে।

এ বিষয়ে কুবি ছায়া জাতিসংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন‚ ‘আমি তাদের এই সফলতায় গর্বিত। আমি মনে করি তারা তাদের এই সফলতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ এর ধারা বজায় রাখবে।’

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর