Logo

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে ‘নির্বাচনী ম্যানুয়েল’ প্রণয়ের দাবি তুললেন জালাল আহমদ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:০৪

ডাকসু নির্বাচনে ‘নির্বাচনী ম্যানুয়েল’ প্রণয়ের দাবি তুললেন জালাল আহমদ

ডাকসু নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ‘নির্বাচনী ম্যানুয়েল’ প্রণয়নের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বরাবর লিখিত আবেদনের মাধ্যমে জালাল আহমদ এই দাবি জানান।

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ সেশনের মাস্টার্সের ছাত্র। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী এবং ডাকসুর ভোটার।

লিখিত আবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল আহমদ বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনার জন্য ‘নির্বাচনী ম্যানুয়েল’ থাকে। কিন্তু ডাকসু নির্বাচনে গঠনতন্ত্র ও নির্বাচনী আচরণবিধি থাকলেও কোনো ‘নির্বাচনী ম্যানুয়েল’ নেই। ফলে ভোটার, প্রার্থী এবং সাংবাদিকদের যথাযথ নির্দেশনা ও সহায়তা না থাকায় সমস্যা হয়। যেমন: ভোটার হওয়ার যোগ্যতা, ভোট গ্রহণ ও গণনার বিস্তারিত প্রক্রিয়া গঠনতন্ত্রে নেই।

তিনি অভিযোগ করেন, গত ২০১৯ সালের ডাকসু নির্বাচনের সময় হঠাৎ করেই নোটিশের মাধ্যমে এসব বিষয় জানানো হতো। এবার কী হবে, তা জানা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় আলোচনা করেও গঠনতন্ত্রে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করেনি।

জালাল আহমদ আরও বলেন, গত নির্বাচনে আমি জিএস পদে নির্বাচন করেছিলাম। আমি তখনও নির্বাচনী ম্যানুয়েল তৈরির আবেদন করেছি, কিন্তু প্রশাসন ছাত্রলীগকে সুবিধা দেওয়ার কারণে এটি তৈরি করেনি।

তিনি দাবি করেন, ডাকসুতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচন পরিচালনার মতোই ডাকসুতে ‘নির্বাচনী ম্যানুয়েল’ প্রণয়ণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীর অনুপাতে হল সংসদ ও ডাকসু অফিস বেয়ারার্স এবং সদস্য পদ নিশ্চিত করতে হবে।

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর