জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহে জমজমাট ক্যাম্পাস, সময় বাড়ানোর দাবি

আমানউল্লাহ খান, জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:২৪

ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) প্রথম দিনে জাকসুর বিভিন্ন পদে প্রার্থী হতে ইচ্ছুক ৪৬ জন এবং বিভিন্ন হল সংসদে ৮৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ ও জমার সময়সীমা অন্তত দুই-তিন দিন বাড়ানোর দাবি জানিয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং মঙ্গলবারও কার্যক্রম চলবে। জাকসুর প্রার্থীরা সিনেট ভবনে অবস্থিত নির্বাচন কমিশন দপ্তর থেকে এবং হল সংসদের প্রার্থীরা নিজ নিজ হল থেকে মনোনয়ন সংগ্রহ করছেন। প্রথম দিনেই কয়েকজন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই আচরণবিধি মেনে ফরম নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রচারণা চালালে অভিযোগ পেলে কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’
মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানোর বিষয়ে ইতোমধ্যেই স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘কমিশন যদি সময় বাড়ায়, তাহলে প্রার্থীদের জন্য সুবিধা হবে। তবে না বাড়ালেও আগামীকালের মধ্যে প্রস্তুতি শেষ করা সম্ভব।’
ইসলামী ছাত্রশিবিরও পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। শাখা অফিস সম্পাদক মাজহারুল ইসলাম জানান, ‘মনোনয়ন সংগ্রহের সময় বাড়ানোর দাবিতে আমরা একমত।’
প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘সময়সীমা বাড়ালে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিভিন্ন অংশ এবং সাংস্কৃতিক সংগঠনও পূর্ণাঙ্গ প্যানেল গঠনে ব্যস্ত। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (ইমন-তানজিম) সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘মাত্র দুদিনে শতভাগ অংশগ্রহণ সম্ভব নয়, কমপক্ষে তিন দিন সময় বাড়ানো প্রয়োজন।’
অন্য অংশের (অদ্রি-অর্ক) সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, ‘জাকসু কোনো সংগঠনের একার নয়, এটি সব শিক্ষার্থীর। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীরাই।’
উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩৩ বছর পর এবার পুনরায় নির্বাচন হতে যাচ্ছে।
এমএইচএস