Logo

ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ)’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে প্রশাসন ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পেজটি উদ্বোধন করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান উপস্থিত ছিলেন।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহাজাহান আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধের চেষ্টা করা হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল পেজ চালু করেছি। এখান থেকে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করা হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এই পেজ অনুসরণ করলে স্বাভাবিকভাবেই অন্যান্য পেজের প্রভাব কমে যাবে। পাশাপাশি আমরা আজই একটি নোটিশ জারি করবো যেন অন্য পেজগুলো দ্রুত বন্ধ করা হয়।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছি। এ পেজকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করতে সবাইকে অনুরোধ করছি। ভবিষ্যতে আমাদের অনুমোদিত পেজ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুক পেজ পরিচালনা করলে সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর