Logo

ক্যাম্পাস

বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে অনশন, ৪ শিক্ষার্থী অসুস্থ

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৪২

বেরোবিতে ছাত্র সংসদের দাবিতে অনশন, ৪ শিক্ষার্থী অসুস্থ

ছবি : বাংলাদেশের খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে চলা এই কর্মসূচির ২৩ ঘণ্টা পার হতে না হতেই চার শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

‎বিষয়টি নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান।

‎রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ, ও শিক্ষার্থী সুমন । পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রুম্মানুল ইসলাম রাজ এখন কিছুটা সুস্থ আছেন।

‎আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।

‎আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

‎বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্টার ড. হারুন অর রশিদও সকাল থেকে কোনো কিছু না খাওয়াতে প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন।

‎অনশনে বসা শিক্ষার্থীরা হলেন-জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার,মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান রুম্মানুল ইসলাম রাজ।

উল্লেখ্য, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রোববার (১৭ আগস্ট) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

  • সাহানুর রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর