Logo

ক্যাম্পাস

ডাকসুর মনোনয়ন ফর্ম নিয়েছেন ৫৬৫ জন, জমা শেষ বুধবার

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:০৬

ডাকসুর মনোনয়ন ফর্ম নিয়েছেন ৫৬৫ জন, জমা শেষ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। সোমবার শেষ দিনে মোট ৪৪২ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সব মিলিয়ে এবার ডাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।

সোমবার (১৮ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শুধু ডাকসুই নয়, হল সংসদ নির্বাচনেও প্রার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দিন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮ এবং এফ রহমান হলে ৭৩ জনসহ মোট ১ হাজার ২২৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামীকাল বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জমা পড়া ফর্ম যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে জানা যাবে কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে বিভিন্ন সংগঠন ও জোট নিজেদের প্যানেল চূড়ান্তের দৌড়ে ব্যস্ত। ছাত্রদল এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। তবে সংগঠনের ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদী মায়েদকে এগিয়ে রাখা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) আংশিক প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার ও এজিএস পদে আশরেফা খাতুনের নাম চূড়ান্ত করেছে সংগঠনটি।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য তালিকায় ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং এজিএস পদে বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহীর নাম রয়েছে।

বামপন্থী সংগঠনগুলোর প্যানেলেও নতুন চমক আছে। তারা ভিপি পদে শেখ তাসনীম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু এবং এজিএস পদে জাবির আহমেদ জুবেলের নাম ঘোষণা করেছে। মোট ২৮ জন মনোনয়ন নিয়েছেন এ জোট থেকে, যার মধ্যে ১১ জন নারী, ২ জন আদিবাসী ও ১ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খানসহ সমাজসেবা, সাহিত্য-সংস্কৃতি, গবেষণা, কেরিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদেও মনোনয়ন দিয়েছে সংগঠনটি।

প্রধান নির্বাচন কমিশনার ড. জসীম উদ্দিন বলেন, ‘ডাকসু নির্বাচনে কেবল বৈধ শিক্ষার্থীরাই মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ দলীয় পরিচয়ে প্রার্থী হননি। তবে ভোটের আগের দিন পর্যন্ত প্রার্থীদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিললে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।’

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর