ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:৫৫
-68a4582dee629.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এণ্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৯ নং কক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: রশিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়া অন্যান্য শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন সাংবাদিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি বিষয় জানতে হবে। মানুষের প্রতি দায়িত্ব পালনের সঙ্গে জার্নালিজমের সম্পর্ক রয়েছে। তিনি শিক্ষার্থীদের সততা ও সাহস নিয়ে পড়াশোনা করার এবং প্রফেশনালভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এআরএস