
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন শেষে মোট ৩২৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে জাকসুর জন্য ৮৭টি এবং হল সংসদের জন্য ২৪১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্থাপিত নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম।
এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে জাকসু নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং বিকেল ৪টার মধ্যে জমা দেওয়া যাবে।
এদিকে বুধবার (২০ আগস্ট) আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বৃহস্পতিবার শেষ দিনের মতো জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণ ও জমা কার্যক্রম চলবে।
আমানউল্লাহ খাঁন/এএ