Logo

ক্যাম্পাস

ডাকসু নির্বাচন : মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় নাঈম-অনয়-অদিতি প্যানেল

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩৬

ডাকসু নির্বাচন : মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় নাঈম-অনয়-অদিতি প্যানেল

ছবি : সংগৃহীত

ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাবির বিজয় একাত্তর হলের নাঈম হাসান হৃদয়, স্যার এ.এফ. রহমান হলের এনামুল হাসান অনয় এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অদিতি ইসলামকে নিয়ে এই প্যানেল ঘোষনা করা হয়।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিবেন নাঈম, তিনি যোগাযোগ বৈকল্যের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। পাশাপাশি নাঈম বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।  

প্যানেলের জিএস পদে নির্বাচন করবেন অনয়, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। পাশাপাশি অনয় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।

প্যানেলের এজিএস পদে নির্বাচন করবেন অদিতি, তিনি দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। পাশাপাশি অদিতি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছেন। 

প্রার্থীরা প্রত্যেকেই জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ এবং একাধিকবার পতিত স্বৈরাচার আওয়ামী লীগ-ছাত্রলীগ ও পুলিশি হামলার শিকার হয়েছেন। এ প্যানেল মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গঠনের প্রচেষ্টা চালাবে বলে জানা গেছে।

/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর