Logo

ক্যাম্পাস

নোবিপ্রবির নবাব ফয়জুন্নেসা হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯

নোবিপ্রবির নবাব ফয়জুন্নেসা হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে হলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টায় হলের সামনে অবস্থান করে আন্দোলন শুরু করে আবাসিক শিক্ষার্থীরা।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ন্যায্যমূল্যের তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে। এ কারণে তারা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যান্টিন পরিচালকের অপসারণ দাবি জানায়। 

শিক্ষার্থীরা আরও জানান, ক্যান্টিন ম্যানেজার শিক্ষকদের কাছে অভিযোগ করেছেন যে ছাত্রীদের অনেকেই রুমে ইনডাকশন দিয়ে রান্না করেন। ফলে ক্যান্টিন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তার অভিযোগের ভিত্তিতেই হল প্রভোস্ট বডি হলে তল্লাশি চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর রান্নার সরঞ্জাম জব্দ করে।

পরবর্তীতে হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করলে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন, ‘আমিসহ সকল সহকারী প্রভোস্টরা ছাত্রীদের সাথে খুব দ্রুত একটি মত বিনিময় সভার আয়োজন করবো এবং মতবিনিময় সভায় সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। আর আমি অসুস্থ থাকায় আজকে হলে আসতে পারিনি।

মো. আবদুল্লাহ আল নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর