ইবিতে তিনদিনব্যাপী রোভার স্কাউট তাঁবুবাস ও দীক্ষা শুরু

ইবি প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:৩৩
-68a5b27e05b90.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান বুধবার (২০ আগস্ট) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
তিনদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত। তৃতীয় দিন দুপুরে নতুন সদস্যদের দীক্ষা সম্পন্ন হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রায় ৭০ জন রোভার ও সহচর অংশগ্রহণ করেছেন। দীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, স্কাউট আইন ও সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করবে।
ইউনিট কাউন্সিলর সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, দীক্ষাক্যাম্পে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি হাতে-কলমে কিছু কারিগরি শিক্ষা প্রদান করা হয়, যাতে তারা দেশের যেকোনো ক্রান্তিকালে সমাজসেবায় সম্পূর্ণভাবে এগিয়ে আসতে পারে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, রোভার স্কাউটিং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। স্কাউটিংয়ের মাধ্যমে তারা টিমওয়ার্ক, সমাজসেবা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে।
প্রসঙ্গত, রোভার স্কাউট দীক্ষা অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্কাউটে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের স্কাউট প্রতিজ্ঞা ও আদর্শ সম্পর্কে পরিচিত করা হয়।
এআরএস