Logo

ক্যাম্পাস

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:৩৫

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করা হয়।

এর আগে সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে তারা প্রশাসনিক ভবনের দরজা তালাবদ্ধ করেন।

বাকৃবির পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী জানান, ‘টানা ২৫ দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলন চলমান রয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আয়োজিত ভোটে আমরা জয়লাভ করেছি, কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। গতদিন আমরা প্রশাসনকে দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম, এর ধারাবাহিকতায় আজ রেলপথ অবরোধ করেছি। তবে ৮ সদস্যের কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে আগামী রোববার সকাল ৯টায় বৈঠকে বসবেন, পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’

অবশ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টা ৫৪ মিনিটে রেললাইন অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান (কমিটি সভাপতি), ড. মো. আসাদুজ্জামান সরকার (সদস্য সচিব) এবং বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমও এই সময় উপস্থিত ছিলেন।

জয় মন্ডল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর