জাকসু নির্বাচনে ৭৪০ মনোনয়নপত্র জমা, শিবিরের প্যানেল ঘোষণা

জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৮:১১
-68a7d1ccaaf27.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মোট ৭৪০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ২৭৩টি এবং হল সংসদের জন্য ৪৬৭টি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নপত্র জমার শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম।
এদিনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখা সভাপতি মুহিবুল্লাহ মুহিব প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফার্মেসি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ও শাখা দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (ছেলে) পদে ফেরদৌস আল হাসান এবং (মেয়ে) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শিক্ষা ও গবেষণা, পরিবেশ ও প্রকৃতি, সাহিত্য, সংস্কৃতি, নাট্য, ক্রীড়া, আইটি, স্বাস্থ্য, পরিবহন ও সমাজসেবাসহ বিভিন্ন সম্পাদকীয় পদেও মনোনয়ন ঘোষণা করা হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে তালিকায় রয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, রাকিবুল ইসলাম, মুহিবুল্লাহ এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মুহসিন ইসলাম।
এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয়তাবাদী ছাত্রদল, সাংস্কৃতিক জোট, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীসহ বিভিন্ন প্রগতিশীল ও সামাজিক সংগঠন এখনো জোট গঠনের আলোচনায় রয়েছে। শিগগিরই তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।