জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

জবি প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৯:৪৫
-68a7e7dc6f528.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউটের রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সহযোগিতায় ‘বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২৫’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। এছাড়াও রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স, সাধারণ সম্পাদক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, বরং আগামী প্রজন্মের জন্য সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতেও সহায়ক। কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার প্রত্যয় প্রকাশ করা হয়।
রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স বলেন, ‘বৃক্ষ কেবল পরিবেশকে রক্ষা করে না, এটি আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সচেতনভাবে এই কর্মসূচি চালিয়ে যায়, তবে তা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’
কর্মসূচিতে অংশ নেন রোভার-ইন-কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা। কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেএন/এমএইচএস