নারী কেলেঙ্কারিতে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫:৩৪
-68a98b314e1d6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রামে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে বহিষ্কার করা হয়েছে।
নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের অভিযোগে বৃহস্পতিবার (২১ আগস্ট) জার্মান ভিত্তিক সংস্থাটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।
শুক্রবার (২২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় সংস্থাটি তাকে বরখাস্ত করেছে এবং নতুন ইন্সট্রাক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহমত আলীর একাধিক স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে নারী শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে।
এছাড়া নিয়মিত ক্লাস না নেওয়া নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। রহমত আলীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
গাজী আজম হোসেন/এআরএস