বাকৃবিতে তিন দিনব্যাপী ফিনিক্স কার্নিভাল ফিস্ট সমাপ্ত

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২১:২১
-68a9dc6608ad5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের লেভেল-১, সেমিস্টার-২ শিক্ষার্থীদের আয়োজনে তিন দিনব্যাপী ‘ফিনিক্স কার্নিভাল ফিস্ট’ সম্পন্ন হয়েছে। গত ২১ আগস্ট শুরু হওয়া অনুষ্ঠান ২৩ আগস্ট সমাপনী দিনে এসে শেষ হয়েছে।
প্রথম দিনে বিকাল ৫টায় আনন্দ র্যালি বের হয়, যা ছাত্র-ছাত্রী হলের সামনে থেকে ঘুরে কেয়ার মার্কেট প্রদক্ষিণ করে। সন্ধ্যায় প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্ল্যা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।
দ্বিতীয় দিনে জুনিয়র শিক্ষার্থীরা সিনিয়রদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়। যা ক্যাম্পাসের ভেতর ও বাইরের দর্শনার্থীরা উপভোগ করেন। সন্ধ্যা ৭টায় কেয়ার মার্কেট এলাকায় আরও একটি ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা গ্র্যান্ড ডিনারের আয়োজন করেন।
তৃতীয় দিনে কালার ফিস্ট ও পুল পার্টি অনুষ্ঠিত হয়। রাতে রাজকীয় কালচারাল নাইটে গান, নাচ, অভিনয়সহ শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন। এর মাধ্যমে তিন দিনব্যাপী আনন্দ-উৎসবমুখর ‘ফিনিক্স কার্নিভাল ফিস্ট’-এর সফল সমাপনী ঘটে।
প্রথম বর্ষের শিক্ষার্থীরা বলেন, এই আয়োজন শুধু আনন্দের জন্য নয়, বরং নতুন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেয়। সিনিয়রদের সহায়তা ও উদ্দীপনা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মানসিকভাবে এগিয়ে যেতে সহায়তা করছে।
হলভুক্ত সিনিয়র শিক্ষার্থীরা বলেন, ফিস্টের আয়োজন ভাতৃত্ব ও সহযোগিতার নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানটি ব্যস্ত শিক্ষাজীবনের মাঝে আনন্দ এবং স্মৃতিমূলক মুহূর্ত উপহার দিয়েছে।
এআরএস