ডাকসু নির্বাচনে কাকে ভোট দিব? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:৫৭
-68aaa7bc55395.jpg)
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নানা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি এক শিক্ষার্থী প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহকে প্রশ্ন করেন- ডাকসু নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত।
নিজের ইউটিউব চ্যানেলে এর জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়, ক্ষুদ্র ইস্যু বা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং শিক্ষাঙ্গনের সার্বিক কল্যাণকে প্রাধান্য দেওয়া উচিত। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাকে ভোট দিলে শিক্ষাঙ্গনের কাঙ্খিত পরিবেশ আপনি পাবেন। ক্যাম্পাসা যেন রক্তাক্ত, খুনাখুনি আর বাজে পরিবেশ থেকে মুক্ত হয়- সেটাই সবার আগে দেখতে হবে।’
বিশেষ করে নারী শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, ‘আমাদের বোনেরা যেন হিজাব পরে, পর্দা মেনে দ্বীন পালনের স্বাধীনতা ভোগ করতে পারে- সেটা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন ধরে তারা নানা বাধা-বিপত্তির মধ্যে রয়েছেন। একইভাবে ছেলেরা নামাজ-রোজা বা ধর্মীয় চর্চা করতে গেলে তাদেরও নানা ট্যাগ দেওয়া হয়।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামনে এসব বিষয় উত্থাপন করতে হবে এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে হবে। যিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তুলনামূলকভাবে বেশি মনে হয়, আল্লাহর উপর ভরসা করে তাকেই ভোট দিন।’
আইএইচ/