Logo

ক্যাম্পাস

বেরোবিতে ফাঁকা আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:২৫

বেরোবিতে ফাঁকা আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি : বাংলাদেশের খবর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, GST গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৯টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ২৬ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • ‘এ’ ইউনিট : প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস।
  • ‘বি’ ইউনিট : কবি হেয়াত মামুদ ভবনের ২য় তলায় কলা অনুষদের ডিন অফিস।
  • ‘সি’ ইউনিট : প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস।

সাক্ষাৎকারে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ২৭ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd/admission/undergraduate) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তির নির্দেশনা/গাইডলাইন অনুযায়ী ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে শিক্ষার্থী উল্লিখিত তারিখে স্বশরীরে উপস্থিত হতে পারবে না, সে শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবেন না।

এতে আরও জানানো হয়েছে, সাক্ষাৎকারের সময় অবশ্যই পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, শিক্ষার্থীর এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি এর নম্বরপত্রের মূল কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

গাজী আজম হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর