গুচ্ছভুক্ত ভর্তি : ৫৮ ফাঁকা আসনের জন্য ইবিতে বিজ্ঞপ্তি

ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:২৯
-68aae98461128.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গুচ্ছভুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ৫৮টি ফাঁকা আসন পূরণের জন্য সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে A, B, ও C ইউনিটে মোট ৫৮টি শূন্য আসন পূরণের লক্ষ্যে (আসন শূন্য থাকা সাপেক্ষে) কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
A ইউনিটের শিক্ষার্থীরা ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইবনে সিনা ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসে উপস্থিত হবেন।
B ইউনিটের শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন ভবনের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে ২৫ আগস্ট সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সাক্ষাৎকার দিবেন।
C ইউনিটের শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে ২৬ আগস্ট সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাক্ষাৎকারে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অবশ্যই স্ব-শরীরে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের প্রাপ্ত বিষয় ২৬ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.iu.ac.bd) প্রকাশ করা হবে।
বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ২৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। উল্লেখিত তারিখে উপস্থিত না হওয়া শিক্ষার্থীদের পরে ভর্তি করার সুযোগ দেওয়া হবে না।
সাক্ষাৎকারে শিক্ষার্থীদের অবশ্যই সঙ্গে আনতে হবে: পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, শিক্ষার্থীর এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি এবং এসএসসি ও এইচএসসি নম্বরপত্রের মূল কপি।
এস.এম. শাহরীয়ার স্বাধীন/এআরএস