Logo

ক্যাম্পাস

ইবিতে সাবেক প্রক্টর মাহবুবের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৮:৫৯

ইবিতে সাবেক প্রক্টর মাহবুবের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী লীগ শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক ও বিরোধী মতের দমন-পীড়নের অভিযোগে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) বেলা আড়াইটায় জিয়া মোড় থেকে ইসলামী ছাত্রশিবিরের আহ্বানে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে রূপ নেয়।

বিক্ষোভে শিবিরের নেতারা অভিযোগ করেন, তৎকালীন প্রক্টর মাহবুব ক্যাম্পাসে ভিন্নমত দমনে ভয়-ভীতি দেখিয়েছেন, মিথ্যা মামলা সাজিয়েছেন এবং ছাত্রদের অধিকার হরণ করেছেন।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত ব্যবস্থা নিতে না পারলে আন্দোলন বয়কটের ডাক দেওয়া হবে।

স্বাধীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর