Logo

ক্যাম্পাস

নোবিপ্রবিতে ১০৫ শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:১৮

নোবিপ্রবিতে ১০৫ শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি : সংগৃহীত

গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ১০৫টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ ও ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের চতুর্থ তলায় আইকিউএসি সেমিনার কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সংযুক্ত তালিকার শিক্ষার্থীদের (আসন খালি থাকা সাপেক্ষে) স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

ইউনিটভিত্তিক আসন ও মেধাক্রম অনুযায়ী, ‘এ’ ইউনিটে ৮২টি আসন খালি রয়েছে। এ জন্য মেধাক্রম ১,০৪৩ থেকে ১৩,৩২৫ পর্যন্ত মোট ৬৮০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। ‘বি‘ ইউনিটে ১৩টি আসন খালি রয়েছে। এ জন্য মেধাক্রম ১,১৪৬ থেকে ৪,৭১৭ পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। ‘সি’ ইউনিটে ১০টি আসন খালি রয়েছে। এ জন্য মেধাক্রম ১,১৪৬ থেকে ৩,৭৪৩ পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থীকে সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার এডমিট কার্ডের মূল কপি (হল পর্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত), এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, ইউনিটভিত্তিক চয়েস ফরমের প্রিন্ট কপি এবং সদ্য তোলা দুই কপি রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বণ্টনের ফল ২৬ আগস্ট সন্ধ্যা ৭টার মধ্যে, নোবিপ্রবির ভর্তি ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে না।

মো. আবদুল্লাহ আল নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর