Logo

ক্যাম্পাস

গোবিপ্রবি’র শূন্য আসনে ভর্তির মেধাতালিকা প্রকাশ

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২২:০৫

গোবিপ্রবি’র শূন্য আসনে ভর্তির মেধাতালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি শেষে বিভিন্ন বিভাগে ৭৬টি আসন ফাঁকা থাকায় সেগুলো পূরণের লক্ষ্যে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ভর্তি কমিটির সদস্য সচিব ও মানবিক অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কক্ষে।

শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিত থেকে নোটিশে উল্লেখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়প্রাপ্ত তালিকা ২৬ আগস্ট রাত ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাক্ষাৎকার শেষে ২৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারলে পরে আর ভর্তির সুযোগ থাকবে না। গণ বিজ্ঞপ্তিতে উপস্থিত শিক্ষার্থীরা আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ও সাবজেক্ট চয়েজের ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এছাড়া FFQ, PDQ, SEQ কোটায় যারা এখনো নির্বাচিত হননি কিন্তু যোগ্য, তাদেরও সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে: গুচ্ছ এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, এসএসসি ও এইচএসসি’র মূল নম্বরপত্র ও সনদপত্র এবং সাবজেক্ট চয়েজ তালিকা।   ‘  ’

ভর্তি কমিটির সদস্য সচিব ও মানবিক অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান বলেন, ‘গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শেষে ফাঁকা থাকা আসনগুলোতে ভর্তি জন্য গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৭৬টি আসন ফাঁকা রয়েছে। গণ বিজ্ঞপ্তিতে যারা সাক্ষাৎকার দিতে আসবে, তাদের মধ্যে থেকে মেধাক্রম ও সাবজেক্ট চয়েজের ভিত্তিতে ভর্তি করা হবে। আমরা ফাঁকা আসনের কয়েকগুণ শিক্ষার্থীকে ডেকেছি সাক্ষাৎকারের জন্য।’

রাসেল হোসেন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজ্ঞপ্তি প্রকাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর