Logo

ক্যাম্পাস

আগে বিচার পরে জকসু নির্বাচন চায় জবি ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৭:২৯

আগে বিচার পরে জকসু নির্বাচন চায় জবি ছাত্রদল

ছবি : বাংলাদেশের খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ফ্যাসিস্ট শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিচার নিশ্চিতের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন চায় বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। 

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে ছাত্রদলের মানববন্ধন এবং শহিদ মিনারের সামনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংঘটনটি। 

এদিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিধি আকারে বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত ও রোডম্যাপ ঘোষণা করে, ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে শাখা ছাত্র শিবির। একইসঙ্গে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির দাবির সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানিয়েছে শিবিরসহ ছাত্রদল।

মানবন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা জকসু চাই কিন্তু এই ক্যাম্পাসে কোনো গণহত্যাকারী ও ফ্যাসিস্টের বিচরণ থাকতে পারবে না। 

উপাচার্যকে হুশিয়ারি বার্তা দিয়ে তিনি বলেন, ‘কুসুম-কুসুম আন্দোলন দিয়ে গদি রক্ষার চেষ্টা করবেন না। আমরাও অবরুদ্ধ করতে পারি। আমরা ভিতর রেখে নয়, বাইরে রেখে তালা দিবো। সচিবালয়, ইউজিসিতে যদি কোনো ফাইল লাগে, তবেই তালা খোলা হবে। তার আগে নয়।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘অন্যান্য ক্যাম্পাসে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার করা হয়েছে। কিন্তু এ কাজে জগন্নাথ পিছিয়ে। তাদের বিচার না করে জকসু নির্বাচন দিলে ভোট দিবে ছাত্রলীগ, ভিপি হবে ছাত্রলীগ। আমরা অবশ্যই জকসু নির্বাচন চাই কিন্তু এই সন্ত্রাসী লীগের বিচারের পর। কাল তাদের বিচার করে, পরশুই জকসু নির্বাচন হোক, আমাদের আপত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘একটি সংখ্যালঘু গোষ্ঠী জকসু নির্বাচনের নামে শিক্ষার্থীদের প্রাণের দাবি সম্পূরক বৃত্তিকে আড়াল করে ফেলেছে। তাদের এই উদ্দেশ্য সফল হবে না।’

এদিকে জকসুর নীতিমালা অনুমোদেন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদানের পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘আপনারা অবগত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার স্বীকার। আমরা আর বঞ্চনা পেতে হতে চাই না। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা যত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবেন তা ছাত্র এবং প্রশাসন উভয়ের জন্য ফলপ্রসূ হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব এই দাবি মেনে নেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যে দাবি জানিয়েছি তা দ্রুত সময়ে অবশ্যই বাস্তবায়ন যোগ্য। প্রশাসন চাইলে আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবো। যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

জবি শাখা ছাত্রশিবিরের দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সিন্ডিকেট পরবর্তী সময়ে নীতিমালা ইউজিসিতে পাঠানোর পর সেটি ইউজিসির মাধ্যমে মন্ত্রনালয় থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নিয়ে আসতে হবে; বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের কাছে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে; আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করতে হবে; নীতিমালা সম্পন্ন করার পর ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি ও মন্ত্রণালয়ের সঙ্গে কোলাবোরেশান করে অক্টোবর থেকে বৃত্তি কার্যক্রম শুরু করতে হবে।

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর