Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৫৯

জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। 

তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭ জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯ জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক ১৩ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক ১৩ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ৯ জন, সাংস্কৃতিক সম্পাদক ৯ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক ১১ জন, নাট্য সম্পাদক ৭ জন, ক্রীড়া সম্পাদক ৫ জন, নারী সহ-ক্রীড়া সম্পাদক ৬ জন, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক ৬ জন, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক ১৪ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ১৪ জন, নারী সহ-সমাজসেবা সম্পাদক ৫ জন, পুরুষ সহ-সমাজসেবা সম্পাদক ৯ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক ১২ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক ৭ জন, নারী কার্যকরী সদস্য ১৭ জন এবং পুরুষ কার্যকরী সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মোট ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়লেও প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে খসড়া তালিকায় প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬। প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি শেষে বিকাল ৪টায় আপিলের রায় ঘোষণা করা হবে। এরপর ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৯ আগস্ট বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, ‘জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা ছাড়া এই প্রক্রিয়া সফল হবে না।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর