Logo

ক্যাম্পাস

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৮:০৬

ডাকসু নির্বাচনের প্রচার শুরু আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার মঙ্গলবার (২৬ আগস্ট) শুরু হয়েছে। এ নির্বাচনী প্রচার চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাস ও আবাসিক হলে রাত ১১টা পর্যন্ত ব্যক্তিগত বা সাংগঠনিক পরিচয়ে প্রচার চালাতে পারবেন। তবে এ সময়ে সামাজিক, আর্থিক বা সেবামূলক সহযোগিতা ও কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

একইসঙ্গে মাজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোও নিষিদ্ধ। এসব কার্যক্রম ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ছাত্রী হলগুলোতে প্রচারের সময়সূচি ভিন্ন। সেখানে প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর