প্রচারণার প্রথম দিনেই ফেলে দেওয়া হলো শিবিরের ফেস্টুন

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:১১

ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচার-প্রচারণার প্রথম দিনেই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি।
জানা যায়, নির্বাচনের প্রচারণার শুরুর দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃবৃন্দের ছবি সম্বলিত ফেস্টুন লাগানো হয়। তবে সব ঠিকঠাক থাকলেও চারুকলায় বসানো ফেস্টুনটি কে বা কারা এসে ফেলে দেয়। এতে প্যানেলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘আজকে প্রচারণার প্রথম দিনের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনকে অবশ্যই এটা খুঁজে বের করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা হয়তো ছাত্রলীগের কেউ করতে পারে বা অন্য কেউ। আমরা অফিসিয়ালি নির্বাচন কমিশনকে জানাবো। সিসিটিভি ফুটেজ দেখে তারা যেন ব্যবস্থা নেয়- এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।’
তবে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি।
এমএমআই/এএ