ঢাবিকে একাডেমিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অঙ্গীকার সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিক্ষার্থীবান্ধব একাডেমিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার সময় তিনি এ ঘোষণা দেন।
ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের প্রার্থী সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ম্যান্ডেট দিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। শিক্ষার্থীরা যাতে তাদের বড় স্বপ্ন পূরণ করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করব।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আবাসন সংকট, ক্লাসরুমের স্বল্পতা, শিক্ষার অনুকূল পরিবেশের অভাব এবং কো-কারিকুলাম কার্যক্রমে পিছিয়ে পড়ায় শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। রাজনীতির নামে অপরাজনীতি শিক্ষার্থীদের মানসিকতা নষ্ট করছে।’
ঢাবি শিবিরের সাবেক সভাপতি এই প্রার্থী আরও বলেন, ‘আমরা নির্বাচিত হলে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু, লাইব্রেরির সুযোগ-সুবিধা বাড়ানো এবং লেদার টেকনোলজি ইনস্টিটিউটে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করব। এতে শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ বিকাশ ঘটাতে পারবে।’
এছাড়া, জিএস প্রার্থী এস এম ফরহাদ ডাকসু নির্বাচন কমিশনের হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ ও অপ্রফেশনাল আচরণের সমালোচনা করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মিডিয়ার স্বাধীনতা এবং ভোটদানের সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে হবে।’
উল্লেখ্য, আজ থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের প্রার্থীরা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তাদের প্রচারণা কার্যক্রম উদ্বোধন করেন।
এমএমআই/এমএইচএস