জকসু সংবিধির প্রস্তাব সিন্ডিকেটে গৃহীত, বয়সের বাধা থাকছে না
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ সিন্ডিকেট সভায় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) সংবিধির প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না। বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থী ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্য হবেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার বা রবিবারের মধ্যে চূড়ান্ত কাজ সম্পন্ন করে জকসু আইন প্রণয়নের জন্য পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি কার্যকর হবে এবং পরবর্তীতে জকসুর রোডম্যাপ ঘোষণা করা হবে।
নতুন সংবিধিতে বলা হয়েছে, যারা ফুলটাইম চাকরি করেন তারা ভোটার হতে পারবেন না। তবে খণ্ডকালীন চাকরিজীবীরা ভোটার হতে পারবেন। প্রফেশনাল পিএইচডিসহ কোনো বিশেষ কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরতরা ভোটার হতে পারবেন না।
জকসুর নির্বাহী কমিটি হবে ২১ সদস্যের। এর মধ্যে উপাচার্য পদাধিকার বলে সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হবেন। বাকি ১৯ পদে নির্বাচন হবে। নতুন সংবিধিতে হল সংসদের বিধিও যুক্ত হয়েছে, যেখানে প্রতিটি হলের নামে হল সংসদের নামকরণ হবে এবং হল সংসদ পরিচালনার জন্য ১৭ সদস্যের নির্বাহী কমিটি থাকবে।
জকসুর লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হয়েছে, ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণআন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসহ ঐতিহাসিক চেতনাকে ধারণ ও প্রচার করা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা তৈরি করা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা বৃদ্ধি করা।
বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, শিক্ষার্থীদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন পাস হওয়ার পর জকসুর রোডম্যাপ ঘোষণা করা হবে।
এমএইচএস