ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, হল থেকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৩:১৬

ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি ‘জ্বালাময়ী জালাল’ নামে পরিচিত।
ঘটনার পর মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আড়াইটার দিকে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের হয় এবং বুধবার (২৭ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করা হয়।
শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মারামারি ও হত্যাচেষ্টার মামলা করেছে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
হলের প্রভোস্ট ড. মো. সিরাজুল ইসলাম জানান, ‘এ ধরনের নৃশংস ঘটনার কারণে জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও চলছে।’
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত পৌনে একটার দিকে জালাল নিজেকে রুমে আটকে রাখেন। পরে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে রুমের সামনে জড়ো হন। দীর্ঘ চেষ্টা শেষে রাত আড়াইটার দিকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে। রবিউল বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ডিআর/এমএইচএস