সাজিদ হত্যার বিচারের দাবিতে ইবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৫৮
-68af0f044610a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি এবং আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ইবি শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমি কুষ্টিয়ার এসপি ও ইবি থানার ওসির সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছি। কাজ দ্রুত হচ্ছে। আমরা চাই সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। ক্যাম্পাসে ১৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিরাপত্তাহীন বোধ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করুন নিরাপদ ক্যাম্পাস। সিকিউরিটি গার্ড ও পুলিশের টহল বাড়াতে হবে, সিসি ক্যামেরা ও লাইট বৃদ্ধি করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। পাঁচ আগস্টের আগে যেসব শিক্ষক ছাত্রদলের বিপক্ষে ছিলেন ও পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনা হোক।’
সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘যারা আওয়ামী শাসনের সময় ১৭ বছর ক্যাম্পাসে রাজত্ব করেছিল, তারা এখনও বিচারের আওতায় আসেনি। ১৯ জন শিক্ষককে শোকজ করা হয়েছে, কিন্তু আরও অনেকে আছেন। ছাত্রলীগ হামলা-মামলার পৃষ্ঠপোষক ছিল। যারা আমাদের পরীক্ষা দিতে আসতে হুমকির মুখে পড়েছিল, তাদের সহযোগিতা না করে পুলিশে তুলে দেওয়া হয়। এখনই তাদের চাকরি থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’
এআরএস