-68af20af4ea26.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির মাধ্যমে আত্মপ্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামি ছাত্রীসংস্থা।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে এ কর্মসূচি প্রচার করে সংগঠনটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে তারা।
পোস্টারে লেখা হয়, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসংস্থার উদ্যোগে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ অনুষ্ঠিত হবে নবাব ফয়জুন্নেছা হলের দ্বিতীয় তলায় (লিফটের পাশে)। আগামী ২৮ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং ২৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে।’
আয়োজকরা জানান, ক্যাম্পে সাতজন এমবিবিএস চিকিৎসক বিভিন্ন বিভাগে সেবা দেবেন। সেবার মধ্যে থাকবে গাইনি ও অবস, ডায়াবেটোলজি, মেডিসিন, চর্মরোগ ও দন্ত চিকিৎসা। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ সরবরাহ করা হবে। বিশেষভাবে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞদের আলাদা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী বলেন, ‘এর আগে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিছু কর্মসূচি পালন করেছি, তবে এভাবে প্রচারণা করা হয়নি। এবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছি। ভবিষ্যতে কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও বুলিংয়ের শিকার হচ্ছি। এতে অনেক নারী শিক্ষার্থী বিব্রত বোধ করেন। আমাদের কাজ নিয়ে সমালোচনা হলেও আমরা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। কিছু ঘাটতি থাকলেও তা কাটিয়ে উঠবো। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।’
জেএন/এএ